কোরআন শুধু সওয়াবের নিয়তে নয় পড়তে হবে জ্ঞান অর্জনের জন্যও

আইআইইউসি বিজনেস ফেস্টে আলী আজাদী

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কুরআন বহু আগেই বিজ্ঞানের নানা বিষয়ে ইঙ্গিত দিয়েছে, কিন্তু আমরা তা উপলব্ধি না করায়, অধ্যয়ন ও গবেষণা না করায় নিউটন বা আইনস্টাইন আবিষ্কারের কৃতিত্ব নিয়ে গেছে। আমরা কুরআন শুধুমাত্র সওয়াবের নিয়তে পড়ি, জ্ঞান অর্জনের জন্য পড়ি না। কুরআন মানুষের জীবনের ভারসাম্য নির্ধারণ করে দিয়েছে। তাই আমাদের সীমালঙ্ঘনের কোনো সুযোগ নেই। নদী যেমন জোয়ারভাটা ছাড়া মৃত, ব্যবসা ছাড়াও মানুষের জীবন মৃত।

গতকাল মঙ্গলবার আইআইইউসি’র বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আইআইইউসি বিজনেস ফেস্ট২০২৫’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন। ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আকতারুজ্জামান খান। আলোচনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্যাসিফিক জিন্সের পরিচালক লুৎমিলা ফরিদ, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান, স্টক এক্সচেঞ্জের এজিএম আরিফ আহমেদ, প্যাসিফিক জিন্সের জিএম আনোয়ারুল ইসলাম, আইআইইউসির প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ফেস্ট২০২৫ কমিটির সদস্য সচিব আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষদের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, যে ইবাদতের সঙ্গে কর্মের যোগ নেই সেই ইবাদত পূর্ণ ইবাদত হয়ে ওঠে না। কুরআনের শিক্ষা হলো ধর্ম ছাড়া কর্ম নয়, কর্ম ছাড়া ধর্ম নয়। পবিত্র কুরআন আমাদের যেকোনো কাজ পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতার সাথে করতে শেখায়।

উল্লেখ্য, আইআইইউসি ক্যাম্পাসে এবং ফিমেল জোনে বিএসআরএম, প্যাসিফিক জিন্স, জিপিএইচ ইস্পাত, একএসআরএম প্রভৃতি প্রতিষ্ঠানসহ শিক্ষা ও পণ্যের ৭০টি স্বনামধন্য স্টল বসে। ফেস্টটি ঘিরে আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন ব্যবসায়িক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও উদ্যোক্তাদের একটি কার্যকর সংযোগ তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলবণের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষিপণ্য হিসাবে সুরক্ষা দিন
পরবর্তী নিবন্ধচবির সঙ্গে বন গবেষণা ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত