কোরআন অনুধাবন করতে না পারলে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়

আইআইইউসির সেমিনারে ড. আলী আজাদী

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কোরআনের আলো মনের অন্ধকার দূর করে। মনের ময়লা পরিষ্কার করার মেশিন হলো কোরআন। কোরআন অনুধাবন করতে না পারলে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়।

গতকাল বুধবার আইআইইউসির শরীয়াহ অনুষদের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী কথাগুলো বলেন। ‘রাসায়েলুন নূর ও লেখক বদিউজ্জামান সাঈদ মুরসী’ শীর্ষক এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন রেসালায়ে নূরের তুর্কী গবেষক শায়খ মুনির তুরান। আইআইইউসির শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. রশীদ জাহিদের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন দাউদ সিসিগলু, ইস্তাম্বুল কালচারাল ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন সাঈদী ও আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ।

. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিশ্বের নানা দেশ ফ্যাসিবাদ, আধিপত্যবাদ এবং ধর্ম নিরপেক্ষতাবাদীদের কবল থেকে মুক্ত হচ্ছে। ফ্যাসিবাদীদের পতন হচ্ছে। তিনি বলেন, ইসলাম হলো মানবজাতির আদি ও প্রথম ধর্ম। কোরআনের নির্দেশনা মানলে দুর্নীতির কোন সুযোগ থাকে না। জীবন সম্পূর্ণ সুন্দর হয়ে ওঠে। ইসলাম অনুসরণ করার ক্ষেত্রে নানা ফেরকায় বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন ড. আজাদী।

প্রধান আলোচক শায়খ মুনির তুরান বলেন, লেখক বদিউজ্জামান সাঈদ মুরসী বাতিলের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কলমযুদ্ধ করেছেন, মেধার সংগ্রাম করেছেন তার গবেষণা ও চর্চা হওয়া প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক কনফারেন্স আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন,সংস্কারসহ নানা দাবি