মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলামী রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ ও ও গোত্রের মানুষদের অধিকার পাওয়া নিশ্চিত গ্যারান্টি রয়েছে, যেহেতু ইসলাম আল কোরআনের পূর্ণাঙ্গ বিধানের উপর প্রতিষ্ঠিত। বিশ্বমানবতার মুক্তিরদূত রাসুলে করিম (দ.) মানবীয় সকল দুর্বলতার উর্দ্ধে থেকে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে কোরআনের শাসনব্যবস্থার বিকল্প নেই। তিনি গত ২ জানুয়ারি চকরিয়া ঢেমুশিয়া পশ্চিম তেচ্ছিপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ কফিল উদ্দিন। হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মাওলানা আলাউদ্দিন ও হাফেজ জমির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আলী আজম, মুফ্্তি আলমগীর আজিজী, আবদুল মাবুদ, মো. আবদুল্লাহ আল মামুন,ফয়েজ নুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











