কোরআনের প্রতিটি আয়াত অর্থ সহকারে পড়ার তাগিদ

কুমিরায় পন্থিশাহ (রহ.) মাদরাসা পরিদর্শনে লায়ন ইমরান

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিশিষ্ট শিল্পপতি ও সিমনী গ্রুপের কর্ণধার লায়ন মোহাম্মদ ইমরান কুমিরাস্থ পন্থিশাহ (রহ.) হেফজখানা ও মাদরাসার ছাত্রদের মনোযোগ সহকারে পবিত্র কোরআনের প্রতিটি আয়াত অর্থ সহকারে পড়ার তাগিদ দিয়েছেন।

গত ২৮ মার্চ মঙ্গলবার তিনি কর্তৃপক্ষের আমন্ত্রণে কুমিরাস্থ পন্থিশাহ (রহ.) হেফজখানা ও মাদরাসা পরিদর্শন করেন। এ সময় তিনি উপরোক্ত আহবান জানান। মাদরাসা প্রাঙ্গণে পৌঁছানোর পর ছাত্রদের সাথে নিয়ে মাদরাসার পরিচালক লায়ন ইমরানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্মারক ক্রেস্ট প্রদান করেন। পরে হেফজখানার ছাত্ররা সুললিত কন্ঠে লায়ন মোহাম্মদ ইমরানকে পবিত্র আল কোরআনের ক্বেরাত পড়ে শোনান। মুগ্ধ হয়ে তিনি ক্বারী ছাত্রকে পুরস্কৃত করেন। পরে তিনি মাদরাসার প্রতিটি ছাত্রের সাথে কুশল বিনিময় করেন এবং আমন্ত্রণ জানানোর জন্য প্রতিষ্ঠান পরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মোহাম্মদ ইমরান কমপ্লেক্স মসজিদে আসর নামাজ আদায় করেন এবং পন্থিশাহ (রহ.) এর মাজার জিয়ারত করে মহান আল্লাহর নিকট দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে নব প্রজন্মে মুজিবের র‍্যালি ও পুষ্পমাল্য অর্পণ
পরবর্তী নিবন্ধশিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেল ১২ হাজার পরিবার