কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভায় শাহজাহান

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ বাণিজ্য দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করে আমরা যদি সমাজ পরিচালনা করতে পারি তবে সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না। তাই ইউনিয়ন পরিষদ হতে শুরু করে সংসদ, সচিবালয়সহ সর্বক্ষেত্রে কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। গত ১৪ মার্চ প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-চট্টগ্রাম মহানগরী আয়োজিত ইফতার মাহফিল এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরামের চট্টগ্রাম মহানগরী সভাপতি রুহুল আমীন ভূইয়াঁর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহম্মেদ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার। প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুর সাত্তার শাহ। উপস্থিত ছিলেনকেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন। ফোরামের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি আবুল কালাম মিঞা, সাবেক সেক্রেটারি প্রকৌশলী মাহাবুবুল হাসান রুমি, প্রকৌশলী মিজানুল রহমান, প্রকৌশলী মুহাম্মদ ওসমান গণি, প্রকৌশলী রেজাউল বারী, কে এম ইসহাক, প্রকৌশলী মিজবাহ উদ্দিন, প্রকৌশলী মাইনুদ্দীন হাসান জীবন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইখাইন জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের কুইজ প্রতিযোগিতা