কোরআনকে মেনে চলতে হলে সীরাত চর্চা করতে হবে

পূর্ব কাটগড়ে শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মহানগর জামায়াতের আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, কোরআনের অনুগত হতে হলে নবী করীমের (সা.) সীরাতের ওপর আমাদের আসতে হবে। তিনি যে ভাবে কোরআনকে মেনে চলেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। কারণ, কোরআনের বাস্তব নমুনা ছিলেন তিনি। এ জন্য উলামায়ে কেরাম বলেন, আমাদের সামনে যে কোরআন আছে, তা হলো থিউরিকেল কোরআন। আর নবী করীম (সা.) ছিলেন বাস্তব কোরআন। নবী করীম (সা.) উম্মতকে শিক্ষাদীক্ষা বিভিন্ন পদ্ধতিতে দিয়েছেন। কখনো কাজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আর কখনো বা কথা ও আচরনের মাধ্যমে। সুতরাং কোরআনকে মেনে চলতে হলে সীরাত চর্চা করতে হবে। তিনি গত রোববার পূর্ব কাটগড় ও মাইজপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে সীরাতুন্নবী (.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদালয়ের প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান আলআযহারী। প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী জাকির হুসাইন। বিশেষ আলোচক ছিলেন হাফেজ মো. নাহার সাঈম, মাওলানা রেজাউল করিম তওহীদি। মুহাম্মদ ইউসুফের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা বেলাল হাসান, মাওলানা মো. ইউসুফ, মো. ইমরান ও ডা. মাহবুবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আজিম-হাকিম স্কুল
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে : অলি আহমদ