কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত কোয়ালিটি অনূর্ধ্ব–১৮ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি এবং উদীয়মান ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। প্রথম খেলায় আনোয়ারা ৬ উইকেটে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের মিনহাজ ম্যান অব দি ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী। দ্বিতীয় খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমি ৩ উইকেটে সিসিএ কে পরাজিত করে। ম্যান অব দি ম্যাচ হন সালমান। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়াবিদ স্বপন।