কোয়ার্টার ফাইনাল খেলতে গেল চট্টগ্রাম জেলা দল

বিভাগীয় কমিশনার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত বিভাগীয় কমিশনার গোল্ডকাপ অনূর্ধ্ব২০ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অংশ নিতে গতকাল নোয়াখালী গেছে চট্টগ্রাম জেলা দল। আজ নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আজকের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম জেলা দলের প্রতিপক্ষ কুমিল্লা জেলা দল। প্রায় এক মাস আগে শুরু হওয়া এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলাগুলো হতে পারেনি অবরোধের কারনে। এবার টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো আয়োজন করতে যাচ্ছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। আজ দুটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল চট্টগ্রাম জেলা দলকে বিদায় জানান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক এবং জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান। এসময় দলের ম্যানেজার সাইফুল আলম খান, কোচ শামসুদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ নেজামত আলী উপস্থিত ছিলেন। দলের ম্যানেজার সাইফুল আলম খান জানান, তারা জয়ের লক্ষ্যে খেলতে যাচ্ছে। দলের খেলোয়াড়রা সবাই সুস্থ এবং তারা শতভাগ দিয়ে খেলতে প্রস্তুত। বছরের একেবারে শেষ এসে চট্টগ্রাম জেলাকে একটি শিরোপা উপহার দেওয়াই লক্ষ্য বলে জানালেন দলের ম্যানেজার। আর সে লক্ষ্য পুরনে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রাম জেলা দলের দলনেতা সৈয়দ মোহাম্মদ তানসীর দলের জন্য শুভ কমানা জানিয়েছেন। তিনি বলেণ আমার পারিবারিক অনুষ্ঠান থাকায় দলের সাথে যেতে পারছি না। তবে দল যেন ভাল ফল নিয়ে আসে সে কামনা করছি। চট্টগ্রাম জেলা দলের জন্য সব সময় শুভ কামনা থাকবে। আশা করছি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে চট্টগ্রাম জেলা দল ভাল করে জেলার নাম উজ্জ্বল করে আসবে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরে দুই ফরম্যাটেই অধিনায়ক শান্ত
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগে কল্লোল সংঘের জয়