কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সেলিম

এশিয়ান গেমস বক্সিং

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

হাংজু এশিয়ান গেমসে বুক চিতিয়ে খেলেছেন বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। শনিবার হাংজু জিমন্যাসিয়ামে অনূর্ধ্ব৫৭ কেজির প্রিকোয়ার্টার ফাইনালে সেলিম রিংয়ে নেমেছিলেন তাজিকিস্তানের আসরর ভকিধবকের বিপক্ষে। প্রতিপক্ষকে নকআউট করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই বক্সার। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেলিম খেলবেন ৩ অক্টোবর। প্রতিপক্ষ জাপানের প্রতিযোগী। জিতলেই সেমিফাইনাল এবং সেই সঙ্গে নিশ্চিত হবে পদক। গেমস বক্সিংয়ে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ দেওয়া হয়। ১৯৮৬ সালে সিউল এশিয়াডে বাংলাদেশের মোশাররফ হোসেন বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এশিয়ান গেমসে এখন পর্যন্ত সেটাই বাংলাদেশের একমাত্র ব্যক্তিগত পদক।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের টানা দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধশোভনীয়া গোল্ডকাপ ফুটবলে নোয়াপাড়া লায়ন্স ক্লাব চ্যাম্পিয়ন