কোয়ার্টার ফাইনালে তুরস্কের সামনে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে তুরস্কনেদারল্যান্ডস। শেষ ষোলোতে দুটি দলই তাদের প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে। অস্ট্রিয়াকে ২১ ব্যবধানে হারায় তুরস্ক। দলটির হয়ে দুটি গোলই করেন মেরিহ দেমিরাল। অস্ট্রিয়ার হয়ে একমাত্র গোলটি আসে মিখায়েল। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই আর্দা গুলেরের করা কর্নার থেকে উড়ে আসা বল অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফানের পায়ে লেগে গোললাইনের খুব কাছে চলে যায়। তখন গোলরক্ষক সেটি আটকে দিলেও গোলমুখে থাকা দেমিরাল ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন। গোল হজম করে আক্রমণ বাড়াতে থাকে অস্ট্রিয়া। বিরতির পর ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেমিরাল। গিলেরের কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান আল আহলির এই ফরোয়ার্ড। দুই গোলে পিছিয়ে গিয়েও আক্রমণ থামায়নি অস্ট্রিয়া। এর সুফলও পায় তারা। ৬৬তম মিনিটে কর্নারে সতীর্থের হেড পাস বক্স থেকে নিখুঁত টোকায় জালে পাঠান মিখায়েল। ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় হারতে হয় অস্ট্রিয়াকে। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্লিনে আগামী শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।এদিকে রাতে অনুষ্ঠিত খেলায় রোমানিয়াকে ৩০ গোলের ব্যবধানে হারায় নেদারল্যান্ডস। প্রথমার্ধে কোডি গাকপো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ দিকে জোড়া গোল করেন দলের জয় নিশ্চিত করেন ডোনিয়েল মালেন। দারুণ শুরুর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ডাচরা। ২০তম মিনিটে সিমন্স থেকে নেওয়া পাস বঙে গিয়ে একজনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন গাকপো। বিরতির পরও আক্রমণ থামায়নি নেদারল্যান্ডস। ৮৩তম মিনিটে গাকপোর দারুন এক পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বদলি হয়ে নামা মালেন। যোগ করা সময়ে দ্বিতীয় গোল পান তিনি। জোড়া গোলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার তুরস্কের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মোহামেডানের অতি. সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বপন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচে বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ