কোয়ান্টাম বিন্দু আবিষ্কার ও সংশ্লেষণ, রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

এই কণা দিয়ে তৈরি হয় এলইডি টিভি

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

রসায়নশাস্ত্রে নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ একাডেমি। তারা জানিয়েছে, ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন আমেরিকার মোঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস ও অ্যালেক্সি ইয়াকিমভ।

গতকাল বুধবার নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, কোয়ান্টাম কণা (কোয়ান্টাম ডট) আবিষ্কার এবং গবেষণার জন্য এই সম্মানজনক পুরস্কারে তাদের ভূষিত করা হয়েছে। একে অন্যের থেকে স্বাধীনভাবে, একিমভ ও ব্রুস কোয়ান্টাম বিন্দু তৈরি করতে সফল হন, আর বাওয়েন্ডি রাসায়নিক উৎপাদনে বিপ্লব ঘটান। তিন বিজ্ঞানীর এই আবিষ্কার ইলেকট্রনিঙ, ন্যানোটেক ক্ষেত্র এবং স্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস’র বিবৃতিতে বলা হয়েছে।

অর্ধপরিবাহী ন্যানোক্রিস্টাল কোয়ান্টাম ডট প্রথম চিহ্নিত করেছিলেন পদার্থবিজ্ঞানী মার্ক রিড। ব্রুস এবং ইয়াকিমভ এর চরিত্র নির্ধারণ এবং উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাওয়েন্ডি আলোকপাত করেছেন রাসায়নিক পদ্ধতিতে এর উৎপাদনে। ৮০’র দশকে ইয়াকিমভ এবং ব্রুস তামা ক্লোরাইডের ন্যানো পার্টিকেল থেকে পাওয়া কোয়ান্টাম কণা গবেষণায় সাফল্য পেয়েছিলেন। নব্বইয়ের দশকে বাওয়েন্ডি রাসায়নিক প্রক্রিয়ায় নিখুঁত কোয়ান্টাম ডট সৃষ্টি করেন।

কোয়ান্টাম ডট নির্ভর এলইডি বা কিউএলইডি প্রযুক্তির উপর ভিত্তি করে কম্পিউটার মনিটর এবং টেলিভিশন স্ক্রিন তৈরি করা হয়। এর সাহায্যে উন্নততর এলইডি বাতি তৈরি করা হয়েছে। জৈব টিস্যুর ম্যাপ তৈরিতেও কোয়ান্টাম ডট ব্যবহার করা হয়।

বাওয়েন্ডি ১৯৬১ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক। লুই ব্রুসের জন্ম ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রে। ১৯৬৯ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। অ্যালেঙি ইয়াকিমভ ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আইওফে ফিজিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইউর্কের ন্যানো ক্রিস্টাল টেকনোলজি ইনকরপোরেশনের সাবেক প্রধান বিজ্ঞানী।

পূর্ববর্তী নিবন্ধআমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি
পরবর্তী নিবন্ধনিট রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে : জাহিদ হোসেন