কোয়াইশ স্পায়ার ও মাদারবাড়ি শোভনীয়া কোয়ার্টার ফাইনালে

মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএমেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব১৩ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি এবং মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ‘সি’ গ্রুপে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩২ গোলে আকুবদন্ডি ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচ সেরা আয়াত সাহাবীর হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক আলী আকবর। এ জয়ে ‘সি’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি।

একই গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় বাঁশখালী একাডেমি ২০ গোলে সাতকানিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা সুলতান ১টি এবং সৃজন দাশ ১টি। বিকেলে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ৩১ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করে আরিফুল হাসান তাসিন ২টি এবং রিফাত হোসেন রিজভী ১টি। ডায়নামিকের পক্ষে একটি গোল করে রোহান। ম্যান অফ দ্যা ম্যাচ আরিফুল হাসান তাসিনের হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ কাউন্সিলর জহির উদ্দিন। টানা তিন জয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে পরবর্তী কোয়ার্টার ফাইনাল রাউন্ড নিশ্চিত করে মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি। দিনের চতুর্থ এবং শেষ খেলায় একরাম ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪৩ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অরুনাভ চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আসাদুজ্জামান খান।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুর সৈয়দ মসউদ্দৌল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে শীঘ্রই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ