ইউরোপের নয়টি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের অনুমোদন দিয়েছে। এই দেশগুলো হলো- অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রীস, আইসল্যান্ড, স্পেন, এস্তোনিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড। এই অনুমোদনের অর্থ হলো, যেসব ভারতীয় কোভিশিল্ড টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন- এই সাতটি দেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হবে না, বাধ্যতমূলক কোয়ারেন্টাইনেও তাদের থাকতে হবে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ইউরোপে ওয়াইড পাস বা ডিজিটাল গ্রিন সার্টিফকেট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে। এই টিকারই যে ডোজগুলো ভারতে তৈরি হচ্ছে, তার নাম কোভিশিল্ড। এটি প্রস্তুত করেছে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট। ভারতের গণটিকাদান কর্মসূচিতে বর্তমানে ব্যাপকহারে সেরামের তৈরি কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে।
ইউরোপীয় সংস্করণটির অনুমোদন দিলেও অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণটির অনুমোদন দেয়নি ইএমএ। অবশ্য ইউরোপে গ্রিন পাসের জন্য অনুমোদন পেতে আবেদন করা হয়েছে কিনা সে ব্যাপারে সেরামের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।