কোভিড-১৯

লিপি তালুকদার | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

অমীমাংসিত ভাইরাস, বিশ্ব জুড়ে চালাচ্ছে ত্রাস। গোটা বিশ্ব তার দখলে -মানুষ পড়লো তার কবলে। মৃত্যুর মিছিল বাড়ছে কেবল- কোভিড-১৯ এর ছোঁবলে। বিশকে খেল,একুশ ধরলো- এ কদিনে কতশত মরলো। এই ভাইরাস চায় না মীমাংসা,
সাবধানে থাকলেই বাঁচার আশা। ঘরে থাকি, মাস্ক পরি, হাত ধুই, কোভিড আমাকে নয়, আমি যেন কোভিডকে না ছুঁই।

পূর্ববর্তী নিবন্ধহারালাম যা আমরা
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের মৌলিক গবেষক সাখাওয়াত হোসেন মজনু