কোভিড-১৯ গবেষণাগার থেকে এসেছে এমন সম্ভাবনা বেশি, বলছে সিআইএ

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এখন বলছে, কোভিড১৯ মহামারী প্রকৃতির চেয়ে একটি গবেষণাগার থেকে আবির্ভূত হয়েছে এমন ‘সম্ভাবনা’ বেশি। খবর বিডিনিউজের।

সংস্থাটি বছরের পর বছর ধরে বলে আসছিল, কোভিড১৯ গবেষণাগারের কোনো ঘটনার ফল না প্রকৃতিতে উদ্ভূত হয়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি তারা। কিন্তু তারা এখন এমনটি মনে করছে বলে শনিবার জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের চূড়ান্ত সপ্তাহগুলোতে সিআইএর তৎকালীন পরিচালক উইলিয়াম বার্নস মহামারীর ঐতিহাসিক তাৎপর্যের বিষয়টিতে জোর দিয়ে সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ বিষয়ে একটি পরিষ্কার মীমাংসায় আসতে বলেন। সিআইএ জানিয়েছে, কোভিড১৯ মহামারীর গবেষণাসম্পর্কিত উৎসের সম্ভাবনা বেশি নিজেদের এমন মূল্যায়নে তাদের আস্থা দুর্বল।

তারা তাদের বিবৃতিতে উল্লেখ করে, গবেষণাগার থেকে উদ্ভূত এবং প্রকৃতি থেকে উদ্ভূতউভয় দৃশ্যকল্পই বিশ্বাসযোগ্য থাকছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৮৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনারীর তুলনায় দ্বিগুণ হারে দীর্ঘকায় ও মোটা হয়েছে পুরুষ : গবেষণা