বিশ্বের মধ্যে কোভিড–১৯ এ সর্বনিম্ন মৃত্যুহার ধরে রেখে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে ‘বড় ধরনের বিজয়ের’ ঘোষণা দিয়েছেন চীনের শীর্ষ নেতারা। খবর বিডিনিউজের।
তিন বছর কঠোর বিধিনিষেধ দিয়ে রেখে চীন মোটাদাগে কোভিডে মৃত্যুকে অন্যদের তুলনায় দূরে রাখতে পারলেও, বিধিনিষেধ তুলে নেওয়ার পরের কয়েক মাসে তা কতটা পেরেছে তা নিয়ে সন্দেহ আছে পশ্চিমা অনেক বিশেষজ্ঞরই। গত বছরের ডিসেম্বরের শুরুতে চীন হঠাৎ করে তাদের শূন্য–কোভিড নীতিতে বদল আনে, এতে দেশটির ১৪০ কোটি জনংসংখ্যার ৮০ শতাংশই আক্রান্ত হয় বলে গত মাসে সুপরিচিত এক চীনা সরকারি বিজ্ঞানী ধারণা দেন।