কোভিড : শনাক্ত ২৩ রোগীর ১৬ জনই কক্সবাজারের

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ২৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭১১টি নমুনা পরীক্ষা করে ওই ২৩ রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ২৩ শতাংশ, যেখানে আগের দিনে এই হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৮৫ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৬২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৯ হাজার ৮১৯ জন। খবর বিডিনিউজের।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৬ জনই কঙবাজারের। এর বাইরে চট্টগ্রাম ও সিলেটে ৩ জন করে এবং ঢাকায় একজন রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু ১১ জুলাই
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জনতার হাতে ট্রাক ও এক্সকেভেটর আটক