কোভিড বাড়ছে ভারতজুড়ে, ৩ রাজ্যে ফিরল মাস্ক

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ভারতের বেশিরভাগ অঞ্চলে গত কয়েক দিনে দ্রুত বাড়তে শুরু করেছে কোভিড রোগীর সংখ্যা। সংক্রমণের নতুন ঢেউয়ের শঙ্কায় কয়েকটি রাজ্য আবারও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে অন্য রাজ্যগুলোও। এক মাস আগেও পুরো ভারতে দিনে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে থাকছিল, এখন তা ছয় হাজার ছাড়িয়ে গেছে। এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সপ্তাহের শুরুতেই একটি পর্যালোচনা সভা করেছেন। রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং হাসপাতালগুলো প্রস্তুত আছে কি না, তা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। সেজন্য সোম ও মঙ্গলবার ভারতের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

শনিবার পুরো ভারতে ৬ হাজার ১৫৫ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, শুক্রবার নতুন রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৫০ জন। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভারতে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। এই সংখ্যাও গত কয়েক দিন ধরে দ্রুত বাড়ছে। শনিবার মৃত্যু হয়েছে ১১ জন কোভিড রোগীর। ভারতে সর্বশেষ করোনাভাইরাসের বিএফ.৭ ধরনটির প্রকোপ দেখা গিয়েছিল, যা আসলে ওমিক্রনের একটি উপ ধরন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.১৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধতাইওয়ানের আশপাশে মহড়া, চীনকে সংযম প্রদর্শনের আহ্বান যুক্তরাষ্ট্রের