কোভিড নিয়ে আতংক দূর হয়েছে

মুহাম্মদ শহীদুল হক

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১০ পূর্বাহ্ণ

ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা মুহাম্মদ শহীদুল হক (৪৫), ৬৩ বছর বয়সী মা রোকেয়া বেগম ও স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার বুথে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। শহীদুল হক বলেন, কোভিড নিয়ে আমাদের মধ্যে আতংক ছিল। আমি ও আমার স্ত্রী দুইজন করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনা প্রাদুর্ভাবের প্রথম কয়েক মাসে এ ভাইরাস একটি আতংকের নাম ছিল। এখন প্রায় সবকিছু স্বাভাবিক হলেও আমাদের তিক্ত অভিজ্ঞতার কারণে কোভিড টিকা নিয়ে নানান সন্দেহ- নাভিশ্বাস আর আতংকও ছিল। আজ (গতকাল বৃহস্পতিবার) টিকা নেওয়ার মাধ্যমে সেই আতংক দূর হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসবার উচিৎ নিবন্ধন করে টিকা নেওয়া
পরবর্তী নিবন্ধবয়স বেশি হওয়ায় পরিবারের সবাই টেনশনমুক্ত হলো