কোভিড ইউনিটের শয্যা সংখ্যা আরো ১০টি বৃদ্ধির সিদ্ধান্ত

মা ও শিশু হাসপাতাল

| বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ম্যানেজমেন্ট সেল ও করোনা ট্রিটমেন্ট কমিটির এক যৌথ সভা গত সোমবার কমিটির চেয়ারম্যান ও হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশে করোনা রোগীর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে হাসপাতালের কোভিড ইউনিটের শয্যা সংখ্যা আরো ১০টি বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বর্তমান মাসের শুরুতে হাসপাতালের কোভিড ইউনিটে ২০টি শয্যা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমান ১০টিসহ কোভিড ইউনিটের শয্যা সংখ্যা হবে ১৭০টি। এর মধ্যে ২০টি আইসিইউ এবং ১২টি এইচডিইউ শয্যা রয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন করোনা ম্যানেজমেন্ট সেলের ভাইস চেয়ারম্যান মো. আহছান উল্যাহ, মেম্বার সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ, জয়েন্ট মেম্বার সেক্রেটারি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, সদস্য এম জাকির হোসেন তালুকদার, ই সি সদস্য মোহাম্মদ সাগির, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, এনেসথেসিওলজি বিভাগের প্রধান ও করোনা ট্রিটমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক (চ.দা) ডা. অলক নন্দী, অনকোলজি বিভাগের প্রধান ও করোনা ট্রিটমেন্ট কমিটির মেম্বার সেক্রেটারি ডা. শেফাতুজ্জাহান, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. রজত শংকর রায় বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, ডা. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন আজাদ, ডা. কাজী তৌহিদুল আলম, সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তাআবুল মনসুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৪৬তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং