শুধু একটি টিকা দিয়ে সব ধরনের করোনাভাইরাস প্রতিরোধের উপায় বের করতে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আবিষ্কারকের একজন সারাহ গিলবার্ট। করোনাভাইরাসের সব ধরনের জন্য এক টিকা ব্যবহারের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে গতকাল শুক্রবার ঢাকা লিট ফেস্টের এক আলোচনা অনুষ্ঠানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের এই অধ্যাপক বলেন, আমি এক্ষেত্রে তেমনটি আশাবাদী নই। হলভর্তি শ্রোতা-দর্শকদের সামনে আশাবাদী না হওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে এ ব্রিটিশ বিজ্ঞানী বলেন, করোনাভাইরাসের উপরিভাগে স্পাইক প্রোটিন তৈরিতে কাজ করে এবং ভাইরাসকে প্রতিরোধ করে। তবে কিছু কিছু ধরনের ক্ষেত্রে স্পাইক প্রোটিন তৈরির ধারা বদলে হয়ে যায়।
এখনও বিভিন্ন ধরনের ক্ষেত্রে টিকার কার্যকারিতা দেখা যাচ্ছে। তবে আমরা যদি এমন কিছু চাই যা বিস্তৃত পরিসরে সবগুলো উৎসের ক্ষেত্রে কাজ করবে, সেজন্য আরও অনেক কাজ করতে হবে। খবর বিডিনিউজের।
২০১৯ সালের একবারে শেষ দিকে চীনে এবং এরপর বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এতে দিনের পর দিন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। তখন মরণঘাতি এ ভাইরাস প্রতিরোধে টিকা আবিষ্কারের মহাযজ্ঞে নামেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা।
২০২০ সালের জানুয়ারিতে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে অঙফোর্ড বিশ্ববিদ্যালয় টিকা আবিষ্কারের প্রকল্প নেয়, তাতে খ্যাতনামা এ শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে প্রকল্প প্রধান নির্বাচিত হন সারাহ গিলবার্ট। অঙফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের এ অধ্যাপকের রয়েছে নতুন নতুন টিকা তৈরির ক্ষেত্রে প্রায় তিন দশকের অভিজ্ঞতা।