কোপা জয়ীদের নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস বুয়েন্স আয়ার্সে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

আরেকটি শিরোপা নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। দেশটিতে আগের দিন থেকে চলা উল্লাসের জোয়ারে বাড়তি ঢেউ হিসেবে যোগ হয়েছে কোপা আমেরিকার ট্রফি নিয়ে দলের ঘরে ফেরা। হৈহুল্লোড়ে চারপাশ মাতিয়ে রেখেছেন দেশটির হাজার হাজার মানুষ। যদিও ঐতিহাসিক মুহূর্তটি দলের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই পার করতে হয়েছে সবাইকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত সোমবার সকালে কলম্বিয়াকে ১০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোপা আমেরিকার শিরোপা নিয়ে দেশে ফিরে ডি পল, মার্টিনেসরা। কিন্তু পায়ের অবস্থা ভালো না হওয়ায় যুক্তরাষ্ট্রেই থেকে যান মেসি। তাই বুয়েন্স আয়ার্সে দেশের মানুষের সঙ্গে উদযাপনে অংশ নিতে পারেননি সময়ের সেরা ফুটবলার। মেসি নিজের ইনজুরির অবস্থা তুলে ধরেন ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে। যেখানে তিনি লিখেছেন কোপা আমেরিকা শেষ হয়েছে। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই বার্তা পাঠানো এবং শুভকামনা জানানোর জন্য। আমি ভালো আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং আশা করি আমি শিগগিরই মাঠে ফিরতে পারব এবং আমি যেটা করতে সবচেয়ে বেশি পছন্দ করি। তা উপভোগ করতে পারব। আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারায় । ফিদে (ডি মারিয়া) আরেকটি শিরোপা জিতে আমাদের ছেড়ে যেতে পারায়। নিকোলাস ওতামেন্দি বা আমার মতো বয়সীরা বিশেষ আবেগ নিয়ে এবারের কোপা আমেরিকা উপভোগ করেছে অন্য সতীর্থদের সঙ্গে। যারা এরই মধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছে এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে তাদের অভিজ্ঞতা যোগ করেছে। বার্ষিক ৩০০ শতাংশ মুদ্রাস্ফীতির সঙ্গে লড়তে থাকা দেশটির মানুষের জন্য এই কোপা আমেরিকা জেতা অনেক বড় উপহার। তাদের সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ হয় পরদিন সন্ধ্যায়। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা অ্যাঞ্জেল ডি মারিয়াসহ দলের বাকিরা যোগ দেন উৎসবে। আতশবাজি ফুটিয়ে চারদিক নানা রঙ্গে আলোকিত করে তোলেন আর্জেন্টিনার সমর্থকরা। চার বছরে তৃতীয় বড় শিরোপা জয় বলে কথা। মাঝে ইতালির বিপক্ষে ফিনালিস্‌িসমাও জিতেছিল তারা। দলের সাফল্যের উদযাপনে যোগ দিতে না পারা মেসি ইনস্টাগ্রাম বার্তায় তুলে ধরেছেন তার অনুভূতি। আমরা একটি দল এবং একটি পরিবারও। আমরা অসাধারণ একটি দল। যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই জাতীয় দলের বর্তমান সমৃদ্ধ এবং উজ্জ্বল ভবিষ্যত আছে।

পূর্ববর্তী নিবন্ধআর কোনো শিক্ষার্থীর যেন রক্ত না ঝরে
পরবর্তী নিবন্ধইউরো জয়ীদের বরণ করতে জনজোয়ার মাদ্রিদে