কোপা আমেরিকায় উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

নারীদের কোপা আমেরিকার রেকর্ড শিরোপাজয়ী দল ব্রাজিল। আর সে ব্রাজিল উরুগুয়ের জালে পাঁচ গোল দিয়ে টানা পঞ্চম শিরোপার মঞ্চে উঠেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে হারিয়ে আসা কলম্বিয়া। শক্তিসামর্থ্যসম্ভাবনায় ব্রাজিল এগিয়ে ছিল অনেকটাই। তবু সেমিফাইনাল ম্যাচে কিছুটা লড়াইয়ের প্রত্যাশা তো ছিলই। কিন্তু কীসের কী। ব্রাজিলিয়ান দাপটে স্রেফ উড়ে গেল উরুগুয়ে। একতরফা সেমিফাইনালে বিশাল জয়ে ব্রাজিল পৌঁছে গেল আরও একটি শিরোপার দুয়ারে। উইমেন’স কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ব্রাজিল। একুয়েডরের কিতোয় মঙ্গলবার দুই অর্ধে দুটি গোল করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড আমান্দা গুতিয়েরেস, একটি করে গোল করেন কিংবদন্তি মার্তা এবং দুই তরুণ ফরোয়ার্ড জিও গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের কেউ গোল করতে পারেননি। তাদের একমাত্র গোলটি ব্রাজিলের আত্মঘাতী। ম্যাচের ১১ মিনিটেই মার্তার ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আমানদা গুতিয়েরেস। এরপর ১৩ মিনিটে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে মার্তা তার প্রথম গোলটি করেন এই আসরে। উরুগুয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় ব্রাজিলের ডিফেন্ডার ইসা হাসের আত্মঘাতী গোলে। তবে ৬৫ মিনিটে গুতিয়েরেসের চমৎকার ফ্রি কিকে ব্রাজিল আবার ব্যবধান বাড়ায়। ম্যাচের ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে বড় জয় নিশ্চিত করেন। ফাইনালে টানা পঞ্চম শিরোপার আশায় মাঠে নামবে ব্রাজিল। উইমেন’স কোপা আমেরিকার ইতিহাসজুড়েই অবশ্য তাদের শ্রেষ্ঠত্ব খোদাই করা। প্রতিযোগিতার দশম আসর এটি, প্রতিবারই ফাইনালে উঠেছে তারা। প্রথম চার আসরে টানা চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ আসরে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। সেই অঘটনের পুনরাবৃত্তি হয়নি আর। পরের চার আসরে ট্রফি জিতে এখন তারা টানা পঞ্চমের অপেক্ষায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট কলম্বিয়া। সেমিফাইনালে এবার আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আবার ফাইনালে এসেছে তারা। ২০২২ সালেও ব্রাজিলের প্রতিপক্ষ ছিল এবারের মতো কলম্বিয়া। সেই ম্যাচে কলম্বিয়াকে হারিয়েই অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও সেই ম্যাচে চোখ থাকবে শিরোপা ধরে রাখার দিকে। শনিবারের ফাইনালে অবশ্য পরিস্কার ফেভারিট ব্রাজিল। তবে কলম্বিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সেমিতে দুই গোল করা গুতিয়েরেস। ‘আমরা খুবই খুশি। আমার প্রথম ফাইনাল এটি। কোচের সঙ্গে আমরা যে কঠোর পরিশ্রম করছি, সেটিরই প্রতিফলন আমাদের এই ফল। কলম্বিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ট্রফি জিততে আমরা প্রচণ্ড পরিশ্রম করছি।’ ফাইনালে উঠে ২০২৮ অলিম্পিকসে জায়গা নিশ্চিতও করে ফেলেছে ব্রাজিল। ২০২৪ অলিম্পিকসের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিল পেয়েছিল রুপা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মহিলা সাঁতারুদের বাছাই কার্যক্রম ৫ আগস্ট
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে অভিষেক টেস্ট অলরাউন্ডারের দ্বিতীয় স্থানে মিরাজ