কোপায় বাড়ছে করোনার সংক্রমণ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

কোপা আমেরিকায় অংশগ্রহণকারী দলগুলোতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে সংক্রমণের সংখ্যা ৬৬। গত বৃহস্পতিবার নতুন এই তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কোপার সঙ্গে সংশ্লিষ্ট আরো ১৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই সময় আনুমানিক ৬,৫২১টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলের ২৭ জন খেলোয়াড় ও কর্মকর্তা এবং ৩৯ জন কর্মী রয়েছেন।
গত বৃহস্পতিবার বলিভিয়ান ফুটবল এসোসিয়েশন জানিয়েছে যে তাদের দলের দুই খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরা হলেন ডিফেন্ডার অস্কার রিবেরা ও ফরোয়ার্ড যাওমি কুয়েলার। চিলি ফুটবল দলও জানিয়েছে, তাদের একজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

পূর্ববর্তী নিবন্ধআবাহনী-মোহামেডান লড়াই দিয়ে শুরু সুপার লিগ
পরবর্তী নিবন্ধপিছিয়ে গেল সিপিএল