কোপার আয়োজন নিয়ে ক্ষুব্ধ কানাডা কোচ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছে একের পর এক বিতর্কে জড়াচ্ছে কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবলের নাম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে আয়োজন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কানাডা কোচ জেসি মার্শ। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও বলেছেন একই ধরনের কথা। যুক্তরাষ্ট্রে হচ্ছে এবারের কোপা আমেরিকা কাপ। কানাডার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর মাঠের ঘাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিয়েলসার অভিযোগ, এরপর থেকে মাঠ নিয়ে কথা বলতে মানা করে দিয়েছেন আয়োজকরা। আর দুই ম্যাচ বাকি থাকতে এবার একই বিষয়ে মুখ খুললেন বিয়েলসা। টুর্নামেন্টের সার্বিক আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন অভিজ্ঞ এই কোচ।

মাঠগুলো যথাযথ না থাকার পরও প্রেস কনফারেন্স করে সেগুলোকে ঠিকঠাক বলা হয়। অনুশীলন মাঠগুলো নিয়েও অগোছালো অবস্থার সৃষ্টি করে ফেলেছিল আমেরিকানরা। বলিভিয়া তো অনুশীলনই করেনি। কানাডার কোচ বলেন আমি উরুগুয়ে কোচের সাথে কিছু বিষয়ে একমত। টুর্নামেন্ট আমার কাছে পেশাদার মনে হয়নি। ব্যবস্থাপনায় অনেক সমস্যা ছিল। এমনকি খেলার ধরন নিয়েও নাকি প্রশ্নের মুখে পড়তে হয়ে কানাডার দলকে। টুর্নামেন্টজুড়ে সামাজিক মাধ্যমে ও সামনাসামনি আমরা বর্ণবাদী আচরণ পেয়েছি। আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে। আমি, আমরা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে চাই। আমরা কঠোর ও আক্রমণাত্মক খেলেছি। শুধু আয়োজনই নয়, টুর্নামেন্টের রেফারিং নিয়েও অভিযোগের শেষ নেই কানাডা কোচের।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে রেফারির বিমাতাসুলভ আচরণের শিকার হওয়ার শঙ্কা কানাডা কোচের। আপনি যদি কার্ডের সংখ্যা দেখেন, সাউথ আমেরিকান দলগুলোকেই বেশি কার্ড দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রউরুগুয়ে ম্যাচে আমার দেখা সবচেয়ে যুক্তরাষ্ট্রবিরোধী রেফারিং ছিল।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের জনসংখ্যা চূড়ায় উঠবে কখন, জানাল জাতিসংঘ
পরবর্তী নিবন্ধকে পাবে ইউরোর গোল্ডেন বুট