কোপায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার মিশন মেসিদের আর্জেন্টিনা-কলম্বিয়া মেগা ফাইনাল কাল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

কোপা, ফিনালেসিমা এবং বিশ্বকাপ। এক মৌসুমে তিনটি ট্রফি জিতে মেসি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এবার আবার কোপা জিতে টানা চার ট্রফি জয়ের হাতছানি মেসি এবং তার দল আর্জেন্টিনার সামনে। সে সাথে কোপা আমেরিকা কাপের ট্রফি জয়ে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। এখন ১৫টি করে ট্রফি জিতে আর্জেন্টিনা এবং উরুগুয়ে সমানে সমান। যেহেতু ফাইনালে উরুগুয়ে নেই সেহেতু তাই আর্জেন্টিনার সামনে কেবল আর্জেন্টিনাই। অপরদিকে কলম্বিয়া ২৩ বছর পর কোপার ফাইনালে এসেছে। আগের দুইবারের ফাইনালে একবার চ্যাম্পিয়ন এবং আরকেবার রানার্স আপ হয়েছে। তাই ২৩ বছর পর আবারো কোপা আমেরিকা কাপের ট্রফি নিয়ে উল্লাস করতে চায় কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য কোপার ট্রফি জেতাটা অনেকটা পাড়া মহল্লার ট্রফি জেতার মত। অথচ কলম্বিয়ার জন্য এই ট্রফিটা অনেকটাই স্বপ্নের। তাই কলম্বিয়ার স্বপুরন নাকি আর্জেন্টিনার স্বপ্নকে ছাড়িয়ে যাওয়া সেটাই এখন দেখার। একারের কোপা আমেরিকা কাপে এখনো অপরাজিত দুই দল। আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত ছয় ম্যাচে একটি পয়েন্টও হারায়নি। নিজেদের জালে একটি মাত্র গোল হজম করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কানাডা, পেরু এবং চিলিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় মেসিরা। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। এই ম্যাচে হজম করা গোলটি এবারের কোপার আসরে ঢুকেছে আর্জেন্টিনার জালে। সেমিফাইনালে প্রথম ম্যাচের প্রতিপক্ষ কানাডাকে ২০ গোলে পরাজিত করে ৩০ বারের মত ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এখন সর্বোচ্চ ১৬ বারের মত ট্রফি উচিয়ে ধরার অপেক্ষায় আর্জেন্টিনার ফুটবলারার। অপরদিকে এবারের কোপায় অজেয় রয়েছে কলম্বিয়াও। গ্রুপ পর্বে কেবল ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ড্র করেছে কলম্বিয়া। গ্রুপ পর্বে প্যারাগুয়ে এবং কোস্টারিকাকে হারিয়ে জায়গা করে নেয় শেষ আটে। সেখানে পানামাকে উড়িয়ে দিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। সেমিতে অবশ্য শক্ত প্রতিপক্ষ ছিল কলম্বিয়ার সামনে। ব্রাজিলকে হারিয়ে সেমিতে আসা উরুগুয়ের সামনে পড়ে কলম্বিয়া। ১৫ বার কোপা কাপ জেতা উরুগুয়ে অবশ্য পারেনি কলম্বিয়ার জয়রথ থামাতে। প্রথমার্ধে গোল করা কলম্বিয়া দ্বিতীয়ার্ধের পুরোটাই খেলেছে দশ জন নিয়ে। কিন্তু সে সুযোগকেও কাজে লাগাতে পারেনি উরুগুয়ে। ফলে ১০ গোলে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়ে কলম্বিয়া। এখন ইতিহাস গড়া বাকি কলম্বিয়ার। কিন্তু উড়ন্ত আর্জেন্টিনার সামনে কতটা দৃঢ়তা দেখাতে পারকে কলম্বিয়া সেটা হয়তো সময়ই বলে দেবে। লাতিন আমেরিকার এই দুই দলের মুখোমুখি দেখায় অবশ্য বেশ এগিয়ে আর্জেন্টিনা। দু দলের ১৮ মোকাবেলায় ৭টি জয় আর্জেন্টিনার। আর ৪টি জিতেছে কলম্বিয়া।

৭টি ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। তবে কোপা আমেরিকা কাপে দু দলের জয় পরাজয় সমানে সমান। এই টুর্নামেন্টে দু দলের ৫ মোকাবেলায় দু দলই জিতেছে একটি করে ম্যাচ। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। তাই আগামীকাল দু দলের সামনেও নিজেদের জয়ের পাল্লা ভারি করার মিশন। বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে ম্যাচটি। এখন দেখার বিষয় আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কার হাতে উঠে এবারের কোপা আমেরিকা কাপের ট্রফি।

পূর্ববর্তী নিবন্ধইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ ইংল্যান্ডের প্রথম নাকি স্পেনের চতুর্থ শিরোপা
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে বই পুড়ে যাওয়া সেই হাবীবকে আর্থিক সহায়তা