বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার পাল্টা প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে আর কোন দেশেই বা এই সুবিধা পায়? গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসা ওবায়দুল কাদের। খবর বিডিনিউজের।
এক সময় কেন্দ্রীয় ব্যাংকের সব ভবনের নিচতলায় অভ্যর্থনা বিভাগে রাখা রেজিস্ট্রার বইয়ে পরিচয় লিখে সই করে বিশেষ ‘পাস’ নিয়ে ভেতরে যেতে পারতেন সংবাদকর্মীরা। তবে গত দেড় মাসের বেশি সময় ধরে এই পাস ইস্যু করা বন্ধ রয়েছে গভর্নরের নির্দেশে। সাংবাদিকরা কোন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন সেটিও নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ সাংবাদিকদের। চার ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, পরিচালকসহ সব পর্যায়ের কর্মকর্তাদের অলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে।
কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে আসছে সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন সংগঠন।
গত ৮ মে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বর্জনও করেন সাংবাদিকরা। নিষেধাজ্ঞা না তুললে সম্প্রতি আন্দোলনের ঘোষণা এসেছে তাদের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে শনিবার সাংবাদিকরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে সেই প্রশ্ন রাখেন।