কোন সে বিষে কাতর যে সে
কেউ নিয়েছো খোঁজ
কোন যাতনায় চোখের জলে ভাসতে থাকে রোজ?
কোন সে আশে বারে বারে
ফুল ফোটাতে করছে সে ভুল
কাঁটার আঘাত সয় নীরবে–
কোন শূলে সে সইছে এ হুল?
কোন তাড়নায় বিদিশ হয়ে
ঘুরছে সে আজ পথে পথে
কোন ভাবনায় বাড়ায় কদম
‘পতন’ নামের রিক্ত রথে?
কোন কষ্টে নষ্ট সে আজ
কেউ পুছনি কোনোদিন
অভাব নাকি স্বভাব দায়ী
বুঝবে ঠিকই–আসলে সে দিন।