কোন গ্রেডে বেতন কত করার প্রস্তাব দিল কমিশন

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। খবর বাংলানিউজের।

গ্রেড: বর্তমানে মূল বেতন (বেসিক) ৭৮ হাজার টাকা; প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলে এটি ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ৬৬,০০০৭৬,৪৯০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ১,৩২,০০০,৫৩,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। গ্রেড: বর্তমানে মূল বেতন ৫৬,৫০০৭৪,৪০০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ১,১৩,০০০,৪৮,৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ৫০,০০০৭১,২০০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ১,০০,০০০,৪২,৪০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ৪৩,০০০৬৯,৮৫০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ৮৬,০০০,৩৯,৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ৩৫,৫০০৬৭,০১০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ৭১,০০০,৩৪,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ২৯,০০০৬৩,৪১০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ৫৮,০০০,২৬,৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ২৩,০০০৫৫,৪৭০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ৪৭,২০০,১৩,৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড: বর্তমানে মূল বেতন ২২,০০০৫৩,০৬০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ৪৫,১০০,০৮,৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১০ : বর্তমানে মূল বেতন ১৬,০০০৩৮,৬৪০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ৩২,০০০৭৭,৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১১ : বর্তমানে মূল বেতন ১২,৫০০৩০,২৩০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২৫,০০০৬০,৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১২ : বর্তমানে মূল বেতন ১১,৩০০২৭,৩০০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২৪,৩০০৫৮,৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৩ : বর্তমানে মূল বেতন ১১,০০০২৬,৫৯০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২৪,০০০৫৮,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৪ : বর্তমানে মূল বেতন ১০,২০০২৪,৬৮০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২৩,৫০০৫৬,৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৫ : বর্তমানে মূল বেতন ৯,৭০০২৩,৪৯০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২২,৮০০৫৫,২০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৬ : বর্তমানে মূল বেতন ৯,৩০০২২,৪৯০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২১,৯০০৫২,৯০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৭ : বর্তমানে মূল বেতন ৯,০০০২১,৮০০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২১,৪০০৫১,৯০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৮ : বর্তমানে মূল বেতন ৮,৮০০২১,৩১০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২১,০০০৫০,৯০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড১৯ : বর্তমানে মূল বেতন ৮,৫০০২০,৫৭০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২০,৫০০৪৯,৬০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

গ্রেড২০ : বর্তমানে মূল বেতন ৮,২৫০২০,০১০ টাকা; নবম জাতীয় বেতন কমিশন ২০,০০০৪৮,৪০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমসজিদের ইমাম, মুয়াজ্জিনদের জন্য গ্রেডভিত্তিক বেতন নির্ধারণ
পরবর্তী নিবন্ধসরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার