কোনো সভ্য সমাজ আইনের শাসন ছাড়া কল্পনা করা যায় না

প্রিমিয়ার ভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবির (অনার্স) ৪৭তম ব্যাচের ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ৩টায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল-ফারুক। আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর একেএম তফজল হক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত শিক্ষা প্রদান করছে। একারণে এই বিভাগ থেকে পাশ করে বেরিয়ে যাওয়া হাজারের অধিক শিক্ষার্থী সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে দক্ষ আইনজীবী হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে ২৫ জন শিক্ষার্থী বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, আইন এবং সভ্যতা একে-অপরের পরিপূরক। কোনো সভ্য সমাজ আইনের শাসন ছাড়া কল্পনা করা যায় না। রেজিস্ট্রার খুরশিদুর রহমান বলেন, মানবিক সমাজ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আইন সবচেয়ে বেশি জরুরি। বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর আহমদ রাজীব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মেহের নিগার।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সচিব ড. নজরুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমি পরিচালিত পুরস্কার পাচ্ছেন ৭ জন