কোনো ষড়যন্ত্রই আ. লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না

গুমানমর্দ্দনে আ. লীগের কার্যালয় উদ্বোধনকালে এম এ সালাম

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগকে গণমানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন সবই আওয়ামী লীগের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে নজীরবিহীন অকল্পনীয় উন্নয়ন আওয়ামী লীগের মাধ্যমে হচ্ছে। তিনি জাতির সকল অর্জন ও গৌরবের অংশীদার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মানুষের কল্যাণে ব্রতী হবার আহবান জানান।
গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সিরাজ উদ দৌলা চৌধুরী, চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মাস্টার মো. মুছা,মাস্টার ফরিদ আহমেদ, এম সরওয়ারর্দী, মো. মশিউর রহমান, মো. কামরুল হাসান ইকবাল, মো. দিদারুল আলম, মো. আব্দুল আল মামুন জয়, রায়হান,শহিদ, মাসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইবার ট্রাইব্যুনালেও সাংবাদিক ফজলে এলাহীর জামিন
পরবর্তী নিবন্ধমিডপয়েন্ট হাসপাতালের কার্যক্রম পুনঃ চালুর আদেশ