কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের উদ্বোধনে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি বলেছেন, কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। আসন্ন নির্বাচনে যে কোন ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করবে। গতকাল শনিবার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট লালানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন,২০০৬ সালে সরকার ক্ষমতায় আসে ২০০৮ সালে এই মাদ্রাসাটি এমপিভুক্ত হয়। আর ২০১৮ সালের নির্বাচনের আগে আমি এই মাদ্রাসার ভবনটির ভিত্তিপ্রস্তর করেছিলাম। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আজ ৪ কোটি ৫০ লক্ষ টাকার ভবন এখন দৃশ্যমান। তিনি বলেন,উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রেহান উদ্দিন রেহানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু বক্করের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল আলম সেলিম, অলি আহাম্মদ, অধ্যক্ষ আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, আবুল হাসেম ভুঁইয়া,ঈসমাইল সিরাজী, ইউপি সদস্য দিদারুল আলম সিদ্দিকী, খোরশেদ আলম, নুরুল করিম,আমজাদ হোসেন তারেক। প্রধান অতিথি ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে লালানগর ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম শাখার সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রোজ্বল পাঠাগার সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক