চট্টগ্রাম নগরী ও জেলার ১৫ উপজেলায় ১৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সারাদেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করা হয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে চার দিনে (১১-১৪ ডিসেম্বর) চট্টগ্রামে মোট ১৩ লক্ষ ২৭ হাজার ৭২ জন শিশুকে।
নগরী ও জেলায় পৃথক দুটি অনুষ্ঠানে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল শনিবার নগরীর সদরঘাটস্থ মেমন মাতৃসদন হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। ক্যাম্পেইন উদ্বোধনকালে মেয়র বলেন, এ ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে চসিকের ওয়ার্ড ও জোন পর্যায়ে ইপিআই’র সকল কর্মকর্তা, কর্মচারীদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার দিন নগরীর প্রত্যেকটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। এ ক্যাম্পেইনে নগরীর ৪১ ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় চার লক্ষ ৫২ হাজার শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যাতে এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার এবং সকলকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন মেয়র। আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমুখ।
এদিকে, গতকাল শনিবার সকালে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি-কর্ণফুলী) শিরীণ আকতার। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, স্বাস্থ্য শিক্ষাবিদ প্রবীর মিত্র, স্বাস্থ্য পরিদর্শক অলক দাশগুপ্তসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্তরে কর্মরত কর্মকতা ও কর্মচারীগণ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আন্দরকিল্লা ওয়ার্ড : আন্দরকিল্লা ওয়ার্ডে গতকাল শনিবার থেকে ৪ দিনব্যাপী সকাল ৮টা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আন্দরকিল্লা ওয়ার্ডে আনসার ক্লাব কেন্দ্র শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এই কার্যক্রম শুরু করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করা করেন কাউন্সিলর জহর লাল হাজারী। এ সময় উপস্থিত ছিলেন সেকান্দর হোসেন মিয়া, ইমরান হোসেন জুয়েল, জসিম উদ্দিন, প্রতাপ, নোছার মিয়া, মো. আজাদ, আফসার, মো. আলমগীর, ডা. হাজেরা নাজনীন, সাধন বড়ুয়া, এফ রানা ভূইয়া, মো. তুষার প্রমুখ।
দেওয়ান বাজার ওয়ার্ড : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। জেমিসন মাতৃ সদন হাসপাতাল এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
এ সময় উপস্থিত ছিলেন জেমিসন মাতৃসদন হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর- মো. মোস্তাফিজুর রহমান, ডা. রফিকুল ইসলাম, জোনাল মেডিকেল অফিসার ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড চসিক, ডা. খুকুমনি রড়ুয়া, মেডিকেল অফিসার, ২০নং দেওয়ান বাজার দাতব্য চিকিৎসালয়, মো. মোতাহের হোসেন চৌধুরী ওয়ার্ড সচিব ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, মো. হাসেমী প্রমুখ।
শুলকবহর ওয়ার্ড : নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডে ৯৮৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
গতকাল শনিবার সূচয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন শুলকবহর এ-ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আকতার ফারুক, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা শাহজাহান সুফী, কাতালগঞ্জ সমাজকল্যাণ সমিতির সভাপতি একরামুল হক, মহল্লা কমিটির উপদেষ্টা এস.এম হাসেম, সূচয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাশু বিকাশ রায়, বন্ধন ক্লাবের উপদেষ্টা মাহমুদ রেজা সুজা, সারোয়ার মোস্তফা সেলিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রছি, নেজামউদ্দৌলা, মো. আলাউদ্দিন, মুজিব সম্রাট, মো. আসাদ, আরিফ সুমন, মো. মহিউদ্দিন প্রমুখ।