রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে দলীয় ফোরামে আলোচনা করে বিএনপির অবস্থান তুলে ধরার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব এও বলেছেন, কোনো হঠকারী পদক্ষেপ নয়, সাংবিধানিক প্রক্রিয়ায় সবকিছু করতে হবে।
গতকাল রোববার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বিএনপির অবস্থান তো আমরা এভাবে দেবো না। আমাদের ফোরাম আছে, সেই ফোরামের মিটিং হবে। সেখানে আলোচনা করে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করব। তবে আমরা এর আগেও বলেছি, আমরা গণঅভ্যুত্থানের যে ফলাফল, সেই ফলাফলের ফসলকে ঘরে তোলার জন্য, বাংলাদেশে বিপ্লবকে যদি আপনার সুসংহত করতে হয়, তাহলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। এবং কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি।
যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার : বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলছি, নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কারগুলো করে অতি দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সেটা একমাত্র সমস্ত সংকটগুলোকে নিরসন করতে পারে।
নির্বাচন বিলম্ব হলে সংকট প্রকট হবে বলে মনে করেন কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমরা বারবার বলছি, পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে, যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করা দরকার এবং একটা সাংবিধানিক রাজনৈতিক শক্তির দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার।
ছাত্র–জনতার অভ্যুত্থানের আন্দোলন যুবদলের ভূমিকার প্রশংসা করেন বিএনপি মহাসচিব। জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। তারা পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।