ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে নিউ ইয়র্কে বিচারের সম্মুখীন করার ঘটনার তীব্র সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্র বিশ্বের বিচারকের মতো কাজ করছে বলে অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে বলেন, আমরা কখনোই বিশ্বাস করি না যে, কোনও দেশ বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে পারে, কিংবা কোনও দেশ নিজেকে বিশ্বের বিচারক হিসেবে দাবি করবে সেটিও আমরা মেনে নেব না। খবর বিডিনিউজের।
শনিবার কারাকাসে ৬৩ বছর বয়সী মাদুরোকে চোখ বাঁধা ও হাতকড়া পরিয়ে আটকের ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করার পর এটিই ছিল চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া। মাদুরোর সঙ্গে চীনের বিশেষ প্রতিনিধি কিউ জিয়াওকির বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন অভিযান পরিচালিত হয়। বেইজিংয়ের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মাদুরোর এই আটক হওয়া চীনের জন্য একটি বড় ধাক্কা। মাদুরোর পতন এবং ট্রাম্পের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপগুলো (যেমন কলম্বিয়া বা মেক্সিকোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা) ল্যাটিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে এক অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।











