কোনো দিক থেকেই পিছিয়ে থাকবে না চররাঙামাটিয়া

মতবিনিময় সভায় রেজাউল

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৫ নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চররাঙামাটিয়া এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা গতকাল বুধবার চররাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, কোনো দিক থেকেই আর পিছিয়ে থাকবে না চররাঙ্গামাটিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের পদক্ষেপে শুরু করা চাক্তাই হতে কালুরঘাট রিভার ড্রাইভ কাম আউটার রিং রোড প্রকল্প চররাঙামাটিয়ায় নতুন সম্ভাবনা জাগিয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকাকে আধুনিক সাজে সাজাতে চাই। শেখ হাসিনার প্রার্থী হিসেবে কথা দিতে পারি, মেয়র নির্বাচিত হলে আমি চররাঙামাটিয়াসহ নগরীর পিছিয়ে পড়া সকল এলাকাকে দ্রুত আধুনিক সুবিধার আওতায় নিয়ে আসব।এতে বিশেষ অতিথি ছিলেন সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, নৌকার বিজয় হলে দেশের উন্নয়ন হয় এটা এখন প্রমাণিত। উন্নয়নের যাত্রা টেকসই করতে সিটি নির্বাচনে রেজাউল করিমকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। আবদুর রশিদের সভাপতিত্বে ওলিদ চৌধুরী ও হাছানুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. ফারুক, কাজী নুরুল আমিন। উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, শামসুল আলম, খালেক সওদাগর, মো. শাকের, বিপ্লব, জসিম উদ্দিন, এসকান্দর আলী, ইকবাল, মানিক, শাহাজান, মোরশেদ, জাহাঙ্গীর, আয়াস উদ্দিন, বেলাল, তৈয়ব, জসিম উদ্দিন, দেলোয়ার ও রাহুল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের সম্মেলন
পরবর্তী নিবন্ধ৬ মার্চের যৌতুক ও মাদকবিরোধী সমাবেশ সফল করার আহ্বান