কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ

| শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য helphsc24@gmail.com ঠিকানায় তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। খবর বাংলানিউজের।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিন জন এইচএসসি পরীক্ষার্থী এদিন জামিন পেয়েছেন। তারা শিগগিরই কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবে। রাজউক উত্তরা মডেল কলেজের অন্য একজন পরীক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। আশা করা হচ্ছে সেও আগামী রোববারের মধ্যে মুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধবিচারের দাবি নিয়ে শিল্পীদের দুই দলের পৃথক সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আজও ১৬ ঘণ্টা কারফিউ শিথিল