কোনো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা বাংলার মাটিতে হবে না

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশে রাফি | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আদালত পাড়ায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হাতে নির্মম খুনের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মাগফেরাত কামনায় হাটহাজারীতে দোয়া ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক চবি শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি।

তিনি তার বক্তব্যে বলেন, এই বাংলার মাটিতে কোনো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা হবে না। যারা উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তাদের এক চুল পরিমাণও ছাড় দেয়া হবে না। আমরা গতকালও বলেছি, আবারো বলছি, সন্ত্রাসী ও উগ্রবাদী ওই ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন, চারিদিক থেকে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে। দেশে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ থেকে সতর্ক থাকতে হবে। উগ্রবাদী সংগঠন ইসকন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না।

কারণ তারা হলো ভারতের দালাল আর স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমাদের সবাইকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শিক্ষার্থী আমান উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সামিন, ইরফান, আহসান উল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষার্থী আহসান উল্লাহ। এর আগে পৌরসভার ডাকবাংলো চত্ত্বর থেকে একটি মিছিল হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

একইদিন সকালে হাটহাজারী সরকারি কলেজ প্রাঙ্গণে সর্বস্থরের শিক্ষার্থীদের আয়োজনে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজছাত্র নুরুল হুদা, সালিমুর রহমান অপি, হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, আমরা কোনো ব্যক্তি স্বার্থে বা রাজনৈতিক কারণে এখানে জড়ো হয়নি। জড়ো হয়েছি ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। হিন্দু ভাইয়েরা আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে। ইসকন হিন্দু ধর্মের ভেতরে ঢুকে আপনাদের ব্যবহার করে দাঙা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে হিন্দু ধর্মের অনুসারীসহ সবাইকে সতর্ক হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে আসা জাহাজের সংখ্যা কমছে
পরবর্তী নিবন্ধযাকাতের মূল লক্ষ্য গ্রহীতাকে সচ্ছল করে তোলা