কোনো অবস্থাতেই হাতি হত্যা করা যাবে না

সাতকানিয়ায় মতবিনিময়ে বনমন্ত্রী

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, হাতি-মানুষের দ্বন্দ্ব চিরদিনের জন্য বন্ধ করতে হবে। বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যা করা অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ। কোনো অবস্থাতেই হাতি হত্যা করা যাবে না। প্রকৃতির বন্ধু অবুঝ প্রাণী হাতি রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হাতি হত্যা অপরাধ, বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যা দ্বিগুণ অপরাধ। হাতি হত্যাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সাতকানিয়ার দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের উদ্যোগে হাতি সংরক্ষণ ও হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন কল্পে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাহাড়ে হাতির খাবার নেই। মানুষ হাতি চলাচলের পথ বন্ধ করে ফেলছে। ফলে হাতি-মানুষের সংঘাত বাড়ছে। তিনি বলেন, আপনাদের এলাকায় যে হাতি আছে সেটা গর্বের বিষয়। অমানবিকভাবে হাতি হত্যা করে নিজেদের এলাকার সম্মানহানি করবেন না। যেকোনো মূল্যে হাতি হত্যা বন্ধ করতে হবে। কৃষকের ফসল নষ্ট করলে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা প্রমুখ। পরে প্রধান অতিথি সাম্প্রতিক সময়ে হাতির আক্রমণে নিহতদের স্বজন, আহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির তাগিদ
পরবর্তী নিবন্ধ‘উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ করা হলে পরিবেশবান্ধব নগর গড়া সম্ভব’