কোনো অবরোধই আমাদের থামাতে পারবে না : ইমরান খান

| বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

‘আজাদি মার্চ’ শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন নির্বাচনের দাবিতে তার নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা রাজধানী ইসলামাবাদ অভিমুখে এ লংমার্চ শুরু করেন। লংমার্চের আগে রাজধানী অবরুদ্ধ করে পুলিশ। মার্চ শুরু হওয়ার পর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রদেশের বিভিন্ন শহরে বেশ কয়েকজন পিটিআই বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। ফলে উত্তেজনা আরও বেড়ে যায়। দেশটির বর্তমান সরকারও লংমার্চ পণ্ড করে দিতে বদ্ধপরিকর। এর পরিপ্রেক্ষিতেই ইমরান বলেছেন, কোনো অবরোধই তাদের থামাতে পারবে না। খবর বাংলানিউজের।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবরে বলা হয়, মঙ্গলবার ইমরান খান তার সমর্থকদের ‘সত্যিকারের স্বাধীনতার’ জন্য ইসলামাবাদের দিকে মার্চ করার আহ্বান জানান। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার পিটিআই সমর্থক রাজধানীর দিকে পদযাত্রা শুরু করেন।

কিন্তু সরকার বলেছে তারা এ যাত্রার অনুমতি দেবে না। বিভিন্ন জায়গায় লং মার্চ থামাতে কন্টেইনার বসানো হয়েছে। এর জবাবে ইমরান তার তরুণ সমর্থকদের এ প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান। গতকাল একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারে করে খাইবার পাখতুনখোয়ার ওয়ালি ইন্টারচেঞ্জে পৌঁছানোর পর পিটিআই কর্মীরা ইমরানের দিকে এগিয়ে যাচ্ছেন। পরে সেখান থেকে তারা সবাই ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেন। টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ইসলামাবাদের দিকে যাওয়ার সময় ইমরান তার সমর্থকদের উদ্দেশ্য করে হাত নাড়ছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৩ লাখ টাকা খরচ করে নিজেকে ‘কুকুর’ বানালেন যুবক
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা উঠলে ইউক্রেন থেকে খাদ্যশস্য বের হবে : রাশিয়া