চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপি–জামাত চক্র বিগত দিনে পেট্রোল বোমা আর অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতায় যেতে চেয়েছিলো কিন্ত তারা সফল হতে পারেনি। সে অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। আওয়ামী লীগ কর্মীরা বেঁচে থাকতে তাদের সে স্বপ্নসাধ বাস্তবায়িত হতে দেবেনা। কোন অপশক্তিকে আর নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবেনা।
গতকাল বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, সন্ত্রাস সৃষ্টির পায়তারা করা হলে রাজপথে মোকাবিলা করা হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, নাজিম উদ্দিন তালুকদার, মো. শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত প্রমুখ।
সমাবেশ শেষে এক শান্তি মিছিল স্টেশন রোড, নিউমার্কেট কোতোয়ালী হয়ে পুনরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।