কোনো অজুহাতে যেন উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়

সমন্বয় সভায় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা গতকাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) . প্রকাশ কান্তি চৌধুরী। সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, সরকারি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) . প্রকাশ কান্তি চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করতে হবে। প্রতিটি প্রকল্পের কাজ মানসম্মতভাবে এবং যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। কোনো অজুহাতে উন্নয়ন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে।

তিনি বলেন, চলমান বৈশ্বিক মন্দা মোকাবিলায় শুধু কৃষি ক্ষেত্রের দিকে চেয়ে থাকলে হবে না। যার যতটুকু জমি রয়েছে সবগুলোতে যাতে উৎপাদন নিশ্চিত করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের দিকে গুরুত্ব দিতে হবে। আমরা বায়ু, পানি ও পরিবেশ দূষণ নিয়ে কথা বলি, কিন্তু শব্দদূষণও যে মারাত্মক ক্ষতিকর সেটা ভুলে গেলে চলবে না। তিনি বলেন, হাইড্রোলিক হর্ন নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে এবং জেলা প্রশাসকদের রিপোর্ট অনুযায়ী এটা বন্ধের জন্য অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। হাইড্রোলিক হর্ন বন্ধের জন্য উপজেলা প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ নম্বর ওয়ার্ডে সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধনাগরিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে