কোদালা নয়াখাল ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ৩ ইউনিয়নের হাজী সৈয়দ আলী সড়কের কোদালা নয়াখালের উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।গত শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আমিরুজ্জামান, কৈহ্লা কৈ, স্বপন কান্তি দাশ, প্রকৌশলী মো. দিদারুল আলম, বদিউল আলম, মো. ওমর ফারুক, লিয়াকত আলী, আব্দুর রহমান প্রমুখ।
স্থানীয় সুত্রে জানা যায়, এই খালের উপর জরাজীর্ণ ব্রিজ দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা, শিলক, কোদালা ইউনিয়নের মানুষ হাজী সৈয়দ আলী সড়ক পথে চলাচল করতো। এটি যেকোন সময় ধসে গিয়ে বড় দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছিল। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে এই স্থান দিয়ে নতুনভাবে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এতে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হতে চলেছে।
উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, কোদালা নয়াখালের উপর ১৫ মিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের এই ব্রীজ নির্মাণে ১ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ৯২১ টাকা চুক্তিমূল্য ধরা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরপেজিও মিউজিক স্কুলের ১৩ বছর পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধখেলাঘর মহানগর কমিটির শাখা আসর সমূহের যৌথ সভা