চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আজ সকালে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় এবং বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় তার ভোটাধিকার প্রয়োগ করবেন। রেজাউল করিম চৌধুরী জানান, ভোটগ্রহণের শুরুর দিকে তিনি ভোট দেবেন। এরপর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে যাবেন। বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন জানান, সকালের দিকে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর ১০টার দিকে তিনি বিএড কলেজ কেন্দ্রে ভোট দিতে যাবেন।
এদিকে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থী ছাড়াও আরে ৫ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী। তবে কয়েকদিন আগে খোকন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।