কোথাও শান্তি নেই

রেজাউল করিম | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাজ্যে রাজ্যে মহারাজ্যে দূষিত বাতাসে ছদ্মবেশে

ভেসে বেড়ায় যতসব অনুজীব, ভাইরাস

দৌরাত্ম্যে পৃথিবীময় এখন উত্তেজনা

আর অস্থিরতায় সয়লাব।

কী ভীষণ বালামুসিবতে দিন যায়

কোথাও শান্তি নেই, শান্তি নেই সমতলে,

পাহাড়ে, জলাশয়েনদীসমুদ্রে

আকাশেবাতাসে। সর্বত্র অশান্তির আগুন

দাউ দাউ করে জ্বলে। রাজ্যে রাজ্যে

দৌরাত্ম্য বাড়ে শক্তিধর অমাত্যদের

ইলতুৎমিশের চল্লিশচক্র এখন যেন সর্বত্র।

বখতিয়ারের ঘোড়াও এখন দুর্বিপাকে

তাহলে আবারও কি দরকার

বলবনের রক্তপাত ও কঠোর নীতির?

 

পৃথিবীর এমনি এক যুগসন্ধিক্ষণে কবি নীরব কেন?

 

দর্শনের দরিদ্রতা এখন বাড়ছে বিদ্যানগরে

বাড়ছে অনুজীব, ভাইরাসের সাঁড়াশি আক্রমণ;

আক্রমণের বিপক্ষে খুব দরকার আজ

একটি আণবিক বোমার সফল বিস্ফোরণ।

পূর্ববর্তী নিবন্ধনীরবতার শব্দগুলো
পরবর্তী নিবন্ধশ্যামলী মজুমদারের কবিতা