কোতোয়ালী থানা সিপিবির সমাবেশ

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:১৩ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল শনিবার বিকাল ৫টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালী থানা, চট্টগ্রামের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য ফরিদুল ইসলাম, সদস্য রেখা চৌধুরী, রাশিদুল সামির, অভিজিৎ বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। গোটা বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

বক্তারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থার আমূল সংষ্কার করতে হবে। পুরো ব্যবস্থা বদল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাচারের টাকা ফেরত এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ। তাই এই সঙ্কটময় সময়ে কমিউনিস্ট পার্টিকে সর্বোচ্চ শক্তি নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাচারের টাকা ফেরত আনা এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর বিরুদ্ধে তীব্র গণসংগ্রাম গড়ে তুলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধবিএনপি-জামাত নির্মূল না হওয়া পর্যন্ত দেশের শান্তি ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে