কোতোয়ালী থানা মৎস্যজীবী লীগের প্রস্তুতিসভা

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আওয়ামী মৎস্যজীবী লীগ কোতোয়ালী থানা শাখার উদ্যোগে সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে সভা কোতোয়ালী থানা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ভোলা দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শিটন দাসের সঞ্চালনায় গত ২৯ মে পাথরঘাটাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য, মাস্টার জসিম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এম.এ মোতালেব তালুকদার। সভায় আরো বক্তব্য রাখেন প্রকাশ জৈন, দীলিপ কান্তি রুদ্র, আবু বক্কর, ওমর ফারুক, মোস্তফা কামাল, রফিক আহমদ, স্বপন কান্তি দাশ, সুফি মো. দিদার, ইয়াসির আরমান। উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদূর নূর আইয়ুব, সাধারণ সম্পাদক তাপস দাশ, ইমরুল করিম, রাখাল দাশ, রোমান, কাঞ্চন কানুনগো, আহমদ কবির, ছাত্রনেতা আরিফ হোসেন। সভায় আগামী ১০ জুনের মধ্যে কোতোয়ালী থানা মৎস্যজীবী লীগের সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধআনোয়ারা ও হাটহাজারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা