শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে গত ২৮ জুলাই নগরীর আন্দরকিল্লার মোড়ে কোতোয়ালী বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা আবু ছালেহ, প্রভাষক এফএম খালেদ, সাবেক যুব দল নেতা আলমগীর চৌধুরী, সাখাওয়াত হোসেন পিয়েল, অ্যাড. মো. তারেক, হাসান আলী, মনছুর আলম, ডা. মামুন, মো. আজিম, শমসের আলী, ফয়েজ উল্লাহ, আরশে আজিম আরিফ, মো. আকিব, গোলাম রাব্বানী, মো. জসিম, মো. সেলিম, মো. শাহাদাত হোসেন, মো. সোহেল, মো. ফোরকান, আবুল কালাম, আনিসুল হক আনিস, মির্জা এনাম, শাহ আলম, মো. জামাল, মো. জালাল, মো. শুক্কুর, মো. নুর বশর, বাবুল বড়ুয়া, ইরফান ইকবাল, মো. বাবুল, আবু তৈয়ব রেফায়, লিকায়ত আলী, মো. সুমন, মো. আমান, মো. রিটু, মো. সবুর, মো. ইকবাল জুয়েল, আনোয়ার হোসেন মানিক প্রমুখ। এসময় হেলাল চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন নয়, এটি মহান মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করা। তারেক রহমান আজ দেশ–বিদেশে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি দেশের জনগণের প্রতি অপমানের শামিল। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রেসক বিজ্ঞপ্তি।