জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর জামায়াতের উদ্যোগে আগামীকাল ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় আন্দরকিল্লা জামে মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার উদ্যোগে এক সমাবেশ ও লিফলেট বিতরণ রিয়াজুদ্দীন বাজার স্টেশন রোড নুপুর মার্কেট চত্বরে কোতোয়ালী থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আ ন ম জোবায়ের, মুহাম্মদ ফেরদাউস ও আজগর হাছান।
প্রধান অতিথি বলেন, দেশে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। এই ফ্যাসিবাদের দোসররা নামে–বেনামে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলের কর্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, এই জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে হবে এবং জুলাই ঘোষণা পত্রের গেজেট প্রকাশ করতে হবে। প্রত্যেক ভোটারকে মর্যাদা দিতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুারিতে জুলাই সনদের আলোকে নির্বাচন দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










