বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোতোয়ালী থানা সংসদের ৩৩তম কাউন্সিল অধিবেশন গত শুক্রবার সম্পন্ন হয়েছে। ‘মুক্ত করো ভয়, মুক্তির মিছিলে হোক আমাদের পরিচয়’-স্লোগানকে ধারণ করে ছাত্র ইউনিয়ন কোতোয়ালি থানা সংসদের অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে অয়ন সেন গুপ্তকে সভাপতি, এস এম নাবিলকে সাধারণ সম্পাদক ও অর্ণব বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য গৌরচাঁদ ঠাকুর অপু, প্রান্ত রনি, ডেনি বিশ্বাস, ইমরান চৌধুরী প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সংগঠনের আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপন্থা আলোচনার মাধ্যমে গৃহীত হয়।
সর্বশেষে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে থানা সংগঠনের বিদায়ী সভাপতি টিকলু কুমার দে অধিবেশনের সমাপ্তির ঘোষণা দেন এবং অধিবেশন শেষে নেতাকর্মীরা চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল সহকারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












